সোনাইয়ে দুই শতাধিক যুবক অগপতে যোগদান

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির উদ্যোগে সোনাই বিধানসভা কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক যুবক অসম গণ পরিষদে যোগদান করেন। এই গণ-যোগদানের ফলে সোনাই কেন্দ্রে অগপের সংগঠন আরও শক্তিশালী হয়েছে বলে পর্যবেক্ষকদের মত।

অনুষ্ঠানে উপস্থিত অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর বলেন, মিত্রজোটের আওতায় সোনাই বিধানসভা কেন্দ্রে অসম গণ পরিষদ প্রার্থী দেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। তিনি আশা প্রকাশ করেন, “মিত্রজোটের শরিক হিসেবে সোনাই কেন্দ্রে অগপর প্রার্থিত্বের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দলের প্রার্থীকে বিজয়ী করতে বদ্ধপরিকর।”

যুব পরিষদের সভাপতি রূপন মোদক বলেন, আজকের এই যোগদান প্রমাণ করে যে, সোনাইয়ের যুব সমাজ আঞ্চলিক দল ও পরিষ্কার রাজনৈতিক বিকল্পের প্রতি নতুন আস্থা প্রকাশ করছে। তিনি নবযোগদানকারীদের স্বাগত জানিয়ে তাদের জনগণের স্বার্থে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অসম যুব পরিষদের কাছাড় জেলা সংগঠনের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন যুব পরিষদের জেলা সভাপতি রোপণ মোদক। অনুষ্ঠানটি সঞ্চালন ও পরিচালনার দায়িত্বে ছিলেন কার্যকরী সভাপতি চিত্তরঞ্জন সিনহা। সভায় যুব পরিষদের জেলা উপ-সভাপতি আয়াজ উদ্দিন বড়ভূইয়া (মান্না), সাংগঠনিক সম্পাদক এম. পিংকি সিনহা সক্রিয় ভূমিকা পালন করেন।এদিনের অনুষ্ঠানে অগপের অন্যান্য দায়িত্বশীল নেতারাও উপস্থিত ছিলেন। অগপ শিলচর বিধানসভা কেন্দ্রের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্য (দীপন), সোনাইর সভাপতি নজরুল হক সহ অসম যুব পরিষদ ও অগপর বিভিন্ন স্তরের পদাধিকারীরা এদিনের এই যোগদান কর্মসূচিকে সফল করে তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *