মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : শিলচর–কালাইন সড়কের মোহনপুর থেকে শিলচর–গুয়াহাটি ছয় নম্বর জাতীয় সড়কের মধুয়া সংযোগী প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। কাটিগড়ার প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কার কাজ শুরু হলেও মাঝপথে কাজ ফেলে উধাও হয়ে গেছেন ঠিকাদার। ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। বেহাল এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতে বাধ্য হচ্ছেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকার হাজার হাজার মানুষ। স্কুল পড়ুয়া থেকে শুরু করে হাসপাতালে যাতায়াতকারী রোগীদের প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শুকনো মরশুম চললেও সামান্য কাজ করে ঠিকাদার বেপাত্তা হয়ে যাওয়ায় এলাকাজুড়ে ধুলোর তাণ্ডব শুরু হয়েছে। ধুলোর ঝড়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে স্কুল পড়ুয়ারা বিভিন্ন শ্বাসকষ্ট ও অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ। রাস্তার পাশের বাড়িঘরের বাসিন্দারাও ধুলোর কারণে স্বস্তিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। ধুলোর সমস্যা সামাল দিতে অনেক স্থানে স্থানীয় মহিলারা ভাঙাচোরা রাস্তায় নিজ উদ্যোগে জল ছিটাচ্ছেন। তবুও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে সংশ্লিষ্ট বিধায়ক খলিলের কোনও ভূমিকা বা খোঁজখবর নেই, যা জনমনে আরও ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সড়ক সংস্কারের কাজ সম্পূর্ণ করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।



