যোগাসনকে দৈনন্দিন জীবনের সঙ্গী করার বার্তা মোদির
২১ জুন : আজ বিশ্ব যোগ দিবস। কাশ্মীরে যোগ দিবস অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের ধারে শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে যোগ দিবসের অনুষ্ঠানে অন্যদের সঙ্গে প্রায় ৩০ মিনিট ধরে যোগাসনও করেন প্রধানমন্ত্রী। এবং যোগাসনকে দৈনন্দিন জীবনের সঙ্গী করার বার্তা দিয়েছেন মোদি।
এদিন আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাসনের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, ‘আমরা দশম যোগ দিবস পালন করতে চলেছি। গত ১০ বছরে যোগাসন নিয়ে ধারণা বদলে গিয়েছে। আজ বিশ্বে যোগাসন নতুন অর্থনীতির জন্ম দিয়েছে। ভারতে, হৃষীকেশ, কাশী থেকে কেরল- আমরা দেখছি যোগাসনকেন্দ্রিক পর্যটন। বিদেশের পর্যটকেরা যোগাসনের অভিজ্ঞতা নিতে ভারতে আসছেন। এই উন্নতির কারণে যুব সম্প্রদায়ের কাছে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।’ যোগাসন নিয়ে আন্তর্জাতিক মহলের উৎসাহের উদাহরণ দিতে গিয়ে ফ্রান্সের ১০১ বছর বয়সি বৃদ্ধার কথা তুলে ধরেন মোদি। যোগাসন প্রশিক্ষক ১০১ বছরের ওই বৃদ্ধাকে পদ্মশ্রী সম্মান দিয়ে সম্মানিত করেছে ভারত।
মোদি বলেন, ‘আমি সকলের কাছে অনুরোধ রাখছি যে, যোগাসনকে দৈনন্দিন জীবনের সঙ্গী করে তুলুন। যোগাসন শক্তি বৃদ্ধি করে, সুস্বাস্থ্যের সহায়ক হয়। আমি খুশি যে, এই বছর শ্রীনগরে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি।’ শ্রীনগরকে ‘যোগ এবং সাধনার ভূমি’ বলেও উল্লেখ করেন মোদি।