পোল্যান্ডে পা রেখেই যুদ্ধ নিয়ে বড় বার্তা মোদির

২২ আগস্ট : ৪৫ বছরে প্রথমবার, পোল্যান্ডে পা রাখলেন ভারতীয় কোনও প্রধানমন্ত্রী। আর বন্ধু দেশে পা রেখেই বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যুদ্ধ নিয়ে দিলেন বড় বার্তা। ইউক্রেন সফর শুরুর আগে ফের একবার তাঁর মুখে শোনা গেল, ‘দিস ইজ নট অ্যান এরা অব ওয়ার’ (এটা যুদ্ধের সময় নয়)। পোল্যান্ড-ইউক্রেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একদিকে যেমন চার দশকে প্রথমবার ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে পোল্যান্ডে গেলেন নরেন্দ্র মোদি, একইভাবে ইউক্রেন সফরেও এই প্রথম ভারতীয় কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন।

পোল্যান্ডে অনাবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলতে গিয়েই প্রধানমন্ত্রী মোদি বলেন, “ভারত স্থায়ী শান্তির পক্ষে। আমাদের অবস্থান খুব স্পষ্ট- এটা যুদ্ধের সময় নয়। এই সময় হল একসঙ্গে এগিয়ে এসে মানবতাকে চ্যালেঞ্জ করে এমন প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করার। তাই ভারত কূটনীতি ও আলোচনাতেই বিশ্বাস করে।”

প্রসঙ্গত, পোল্যান্ড সফর শেষে আগামিকাল, ২৩ অগস্ট ইউক্রেনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে সম্প্রতিই তিনি রাশিয়া সফরেও গিয়েছিলেন। দুই দেশের যুদ্ধ থামাতে একাধিকবার মধ্যস্থতাকারীর কাজ করেছেন প্রধানমন্ত্রী মোদি।
খবর : tv9 Bangla.

পোল্যান্ডে পা রেখেই যুদ্ধ নিয়ে বড় বার্তা মোদির
পোল্যান্ডে পা রেখেই যুদ্ধ নিয়ে বড় বার্তা মোদির

Author

Spread the News