একাংশ নেতার ধর্ম নিয়েও উপহাস, বললেন মোদি

২৪ ফেব্রুয়ারি : মহাকুম্ভকে ‘ফালতু’ আখ্যা দিয়েছেন রাষ্ট্রিয় জনতা দল নেতা লালু প্রসাদ যাদব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ‘মৃত্যুকুম্ভ’। এনিয়ে বিজেপি সরব হলেও কখনই মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন কারও নাম না করেই  মুখ খুলতে দেখা গেল তাঁকে। প্রধানমন্ত্রী জানান, ‘আজকাল আমরা দেখতে পাচ্ছি যে একাংশের নেতা ধর্ম নিয়ে উপহাস করছে। মানুষের মনে বিভাজনের বিষ ঢালছে। এমনকি, এদের এই সব কাজকর্মকে সমর্থন জোগাচ্ছে বিদেশি কিছু শক্তি। এদের দাসত্ব মানসিকতা এখনও কাটেনি। তবে হিন্দু ধর্মকে ঘেন্না করে এমন মানুষ নতুন নয়, এরা শতাব্দী ধরেই রয়েছেন।’ রবিবার মধ্যপ্রদেশের ছাত্তারপুরে বাগেশ্বর ধাম মেডিক্যাল ও সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের শিলান্যাসে যান প্রধানমন্ত্রী। সেখানেই এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর আরও দাবি, এরা ধর্ম, মন্দির, ঐতিহ্যের উপর সবসময় আক্রমণ করার চেষ্টা করে।  কারণ এরা ঐক্য ভাঙতে চায়, এটাই এদের একমাত্র লক্ষ।

মহাকুম্ভে মৌনী অমাবস্যার দিন স্নান করার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৬০ জনেরও বেশি। এর কিছুদিন পরে মহাকুম্ভের ট্রেন ধরতে গিয়ে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৮ জনের। পরপর দুটি ঘটনায় মহাকুম্ভের আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে। ভিড় নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা না করেই কুম্ভ নিয়ে হাইপ তোলার অভিযোগ করেন বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতৃত্ব। যা নিয়ে রাজনৈতিক তর্জা শুরু হয়। এবার ঘুরিয়ে এর জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

একাংশ নেতার ধর্ম নিয়েও উপহাস, বললেন মোদি

Author

Spread the News