১ মার্চ রামকৃষ্ণ ঠাকুরের জন্মোৎসব পাথারকান্দিতে

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : দিনভর বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়াকর্মের মধ্য দিয়ে প্রতিবারের ন্যায় এবারও  শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মোৎসব পালিত হবে পাথারকান্দিতে। এ উপলক্ষে সম্প্রতি পাথারকান্দি রামকৃষ্ণ সেবা সমিতির এক বিশেষ  সভায় এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সেবা সমিতির সভাপতি গৌরহরি দাসের পৌরহিত্যে অনুষ্টিত সভায় আগামী ১ মার্চ শনিবার পাথারকান্দি টাউন কালীবাড়ি নাট মণ্ডপে দিনভরব্যাপী বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়ানুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীশ্রী রামকৃষ্ণ ঠাকুরের জন্মোৎসব পালন নিয়ে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এতে থাকবে বিশেষ বেদমন্ত্র পাঠ, শ্ৰীশ্ৰী  ঠাকুরের পূজাপাঠ, ভোগরাতি, অঞ্জলি প্রদান, ধর্মীয় আলোচনা সভা ও দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে শুরু হবে বিশেষ  কথামৃত পাঠ ছাড়া ও ভক্তিমূলক গানবাজনার আসর। এই মহোৎসবকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যমন্ডিত করে তোলার জন্য রামকৃষ্ণ সেবা সমিতি পাথারকান্দি শাখার সভাপতি গৌরহরি দাস ও সাধারণ সম্পাদক অপূর্ব দে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

Author

Spread the News