ভ্রাম্যমাণ ব্লাড ডোনেশন ভ্যান চালু শিলচর সিভিল হাসপাতাল কর্তৃপক্ষের  

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য পদক্ষেপ শিলচর সিভিল হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালের ব্লাড সেন্টারের তত্ত্বাবধানে শিলচর ও আশপাশ এলাকার জন্য চালু হল একটি ভ্রাম্যমাণ ব্লাড ডোনেশন ভ্যান। বিশিষ্ট জনদের উপস্থিতিতে মঙ্গলবার সকালে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন শিলচরের সাংসদ রাজদীপ রায়।

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সাংসদ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের স্বাস্থ্য পরিষেবায় এসেছে আমূল পরিবর্তন। বিশেষ করে সরকারি হাসপাতালগুলিকে এক নতুন দিশা দেওয়া হয়েছে। এতে সত্যিকার অর্থেই উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ।

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন, স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি খালেদা সুলতানা, ডিপিএম রাহুল ঘোষ, সিভিল হাসপাতালের সুপার ডাঃ অরুণ দেবনাথ, ব্লাড সেন্টার ইনচার্জ ডাঃ অর্পিতা দেব, টেকনিক্যাল সুপারভাইজার ওয়াসিম জাবেদ-সহ বিভিন্ন এনজিও-র কর্মকর্তারা। উদ্বোধনী পর্বে ব্লাড ডোনেশন ভ্যান-এ প্রথম রক্তদাতা হিসেবে রক্ত দান করেন জয়দীপ দাস।

Author

Spread the News