‘লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ’ এর উদ্বোধন

বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : ‘লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ’ নামে একটি নতুন লায়ন্স ক্লাবের উদ্বোধন করা হয়েছে। জিএসটি কো-অর্ডিনেটর লায়ন রবি আগরওয়াল, ডেপুটি ক্যাবিনেট সেক্রেটারি তাপস সাহা, দুই আরসি সব্যসাচী রুদ্রগুপ্ত এবং শঙ্কর প্রসাদ চক্রবর্তী, জোন চেয়ারপার্সন সঞ্জীব রায় এবং অন্যান্যদের উপস্থিতিতে লায়ন ডিস্ট্রিক্ট ৩২২জি-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন সীমা গোয়েঙ্কা উদ্বোধন করেন। নতুন ক্লাবটি স্পনসর করেছে লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার এবং লায়ন্স ক্লাব অফ শিলচর রয়্যালস৷

'লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ' এর উদ্বোধন

সঞ্জীব রায় এই নতুন ক্লাবের গঠনে মূল উদ্যোগ নিয়েছেন। লায়ন বন্দিতা ত্রিবেদী রায় সভানেত্রী এবং লায়ন ডাঃ অনুপ রায় ক্লাবের সম্পাদক মনোনীত হয়েছেন। সীমা গোয়েঙ্কা নতুন ক্লাবকে সমাজের জন্য নিজেকে উৎসর্গ করতে এবং সমাজের উন্নতির জন্যও কাজ করার জন্য উৎসাহিত করেছেন। শিলচরের একই ভেন্যুতে ‘হাট বাজার’ শেষ হওয়ার পরে পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং পুরো অনুষ্ঠানটি সব্যসাচী রুদ্রগুপ্ত উপস্থাপন করেন।

'লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ' এর উদ্বোধন
'লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ' এর উদ্বোধন

Author

Spread the News