এসপির নেতৃত্বে অভিযান, মাদক সহ ধৃত দুই পাচারকারী করিমগঞ্জে
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে আটক করল করিমগঞ্জ পুলিশ। জানা গেছে, সোমবার সকাল গোপন সূত্রের ভিত্তিতে অসম-ত্রিপুরা ৮ জাতীয় সড়কে অভিযান চালিয়ে মিজোরাম থেকে করিমগঞ্জ অভিমুখে আসার পথে প্যাটেলনগর এলাকায় পৌঁছলে গাড়িটি আটক করে পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে থাকা পুলিশ বাহিনী এএস১১ ইসি ৫৬৬৬ নম্বরের একটি বলেরো পিক আপ গাড়ি আটক করে তল্লাশি চালায়।
গাড়িতে থাকা গোপন খোঁপ থেকে ৫১ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পাশাপাশি ৫.৩৭ গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগারও উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে এই পাচার কাণ্ডে জড়িত থাকা দুই যুবককে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন রাতাবাড়ি থানা এলাকার হানিফ উদ্দিন, অপরজন পাথারকান্দির জবরুল হোসেন। পুলিশ দুই যুবককে থানায় নিয়ে যায়।