বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : নাগরিকত্ব প্ৰমাণে আমার কাছে যথেষ্ট তথ্য আছে’, হাইকোর্টে রিটের পরিপ্রেক্ষিতে বলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। মালাকার সাংবাদিককে জানান, তাঁর পরিবার তিন প্রজন্ম ধরে শ্রীভূমি জেলায় (পূর্বতন করিমগঞ্জ) বসবাস করে আসছে এবং তিনি অভিযোগ করেন যে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নোটিশ পাওয়ার পর তাঁর আইনজীবীরা গৌহাটি হাইকোর্টে যথাযথ জবাব দাখিল করবেন।
‘নাগরিকত্ব প্ৰমাণ করতে আমার কাছে যথেষ্ট তথ্য আছে। আমার কাছে যা প্রমাণিক তথ্য আছে, সম্মিলিতভাবে সে সব তথ্য মামলাকারী দু’জনের কাছে নেই’, বক্তা রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার।
উল্লেখ্য, শ্ৰীভূমি জেলার অন্তর্গত তফশিলি জাতি সংরক্ষিত রাতাবাড়ি (অধুনা রামকৃষ্ণনগর)-র বিধায়ক বিজয় মালাকারের নাগরিকত্বকে চ্যালঞ্জ করে গৌহাটি হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন জনৈক ব্রজগোপাল সিনহা এবং বিজয়কুমার কানু। তিনি ‘ভারতীয় নাগরিক নন’ দাবি করে তাঁর বিধায়ক পদ খারিজেরও আবেদন জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, ২০১৯ সালে ১ নম্বর তফশিলি জাতি সংরক্ষিত রাতাবাড়ি আসনে অনুষ্ঠিত উপনির্বাচন এবং ২০২১ সালে অসম বিধানসভা নির্বাচনে ওই আসনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন বিজয় মালাকার।


