বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : ধলাই কেন্দ্রের উন্নয়নে এক গুচ্ছ দাবি নিয়ে বুধবার মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শৰ্মার কাছে একটি স্মারকপত্র প্রদান করলেন ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস। এমনিতেই নিজ কেন্দ্র ধলাইকে রাজ্যের মধ্যে একটি শ্রেষ্ঠ হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর গত উপনির্বাচনে জয়ী বিধায়ক নীহার। উপনির্বাচনে জয়লাভের পর থেকে প্রতিনিয়ত ধলাইর উন্নয়ন নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি এবং নিজ কেন্দ্রকে ঢেলে সাজাতে কোন খামতি রাখছেন না। উন্নয়নমূলক কর্মকাণ্ড তো রয়েছেই, সেই সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দিনরাত ১০৮ অ্যাম্বুল্যান্স মতো কাজ করে যাচ্ছেন ধলাইর যুব বিধায়ক। সেই সঙ্গে মাত্র এক বছরের কার্যকালে তিনি তার কাজের মাধ্যমে ধলাইবাসীর হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন।
রাজ্য বিধানসভা অধিবেশনে যোগ দিতে বর্তমানে গুয়াহাটি অবস্থানরত বিধায়ক নীহাররঞ্জন দাস বুধবার আসাম বিধানসভাস্থিত মুখ্যমন্ত্রীর কার্য্যালয়ে গিয়ে তার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এবং ধলাইর উন্নয়নের জন্য বিভিন্ন দাবি সম্বলিত একখানা স্মারকপত্র প্রদান করেন।
স্মারকপত্রে উল্লেখিত দাবিগুলির মধ্যে রয়েছে ধলাইতে সার্কল অফিস প্রতিষ্ঠা করা, ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ১০০ আসন বিশিষ্ট সিভিল হাসপাতালে উন্নীত করা, ধলাইয়ে মডেল ডিগ্রি কলেজ স্থাপন করা, ধলাইকে পুরসভায় উন্নীত করা, ধলাই বিধানসভাচক্রে একটি আইটিআই স্থাপন করা ইত্যাদি। এদিন স্মারকপত্র গ্রহণ করে মুখ্যমন্ত্রী উপরোক্ত বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে বিধায়ক নীহাররঞ্জন দাসকে আশ্বস্ত করেছেন।


