কলিজিয়েট স্কুলের দাবাড়ুদের টি-শার্ট দিলেন বিধায়ক দীপায়ন
বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : আন্তর্জাতিক ওপেন গ্রান্ডমাস্টার্স দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে শিলচর কলিজিয়েট স্কুলের ১১ দাবাড়ু। প্রথমবারের মতো মেঘালয়ে আগামী বুধবার বসছে এই আসর। এই উদ্দেশ্যে স্কুল চত্বরে ঘরোয়া এক অনুষ্ঠানের মাধ্যমে দাবাড়ুদের হাতে টি-শার্ট তুলে দেয়া হয়। দাবাড়ুদের উৎসাহ দিতে বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী নিজে উপস্থিত হয়ে টি শার্ট দাবাড়ুদের হাতে তুলে দেন। এ সময়ে আয়োজকদের তরফে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা শাস্বতি রায়, আ্যসেট প্রধান ত্রিবর্ণা দাস, ক্রীড়া শিক্ষক তপন দাস, শিক্ষক অনুপম চৌধুরী, বিশ্বজিৎ চক্রবর্তী, সুদীপ্তা বিশ্বাস, বর্ণালী দেব, পুষ্পিতা দাস, শর্মিলা দাস, ঋদ্ধিরঞ্জন দেব, জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়াম সচিব আশিস চক্রবর্তী, গ্রাউন্ড সচিব কৌশিক রায়, সাবেক ইন্ডোর সচিব উত্তম চৌধুরী প্রমুখ। দাবাড়ুদের মধ্যে রয়েছেন মৃন্ময় ধর, মনদীপ ধর, ভার্গব দেবনাথ, অভ্রজ্যোতি নাথ, আদর্শ দেবনাথ, অনির্বাণ দাস, অর্ণব দেবনাথ, কৌস্তুভ রায়, অভিজিৎ বড়ভুইয়া, অভিনব দেব ও সোমাগ্নিক চক্রবর্তী প্রমুখ।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।