২২ জানুয়ারি : ভারত সরকার মিজোরামের মুয়ানপুই সাইয়াউই (আইএফএস: ২০০৫)-কে নিউজিল্যান্ডে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ করেছে। বর্তমানে তিনি বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। শীঘ্রই তিনি নতুন পদে যোগ দেবেন বলে জানা গেছে।
তিনি ২০২২ সাল থেকে নিউজিল্যান্ডে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী নীতা ভূষণকে স্থলাভিষিক্ত করবেন। নীতা ভূষণ ১৯৯৪ সালে ভারতীয় বিদেশ পরিষেবায় যোগ দেন। তিনি জাপান, বাংলাদেশ, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিদেশ মন্ত্রকের সদর দপ্তরে যুগ্ম সচিব (সংসদ ও সমন্বয়) এবং অতিরিক্ত সচিব (মধ্য ইউরোপ) পদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ভারত ও নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রেক্ষাপটে সাইয়াউইয়ের নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা সম্পন্ন হয়েছে। তবে নিউজিল্যান্ডে তিনি কবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন, তা এখনও নিশ্চিত করা হয়নি।



