মিজোরামের শিশুশিল্পী এসথার নামতে রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত

বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : মিজোরামের নয় বছর বয়সি এসথার নামতে শিল্প ও সংস্কৃতি বিভাগে ২০২৫ সালের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২৬ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ভারতের শিশুদের জন্য সর্বোচ্চ বেসামরিক এই সম্মান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে গ্রহণ করেন তিনি।
মাত্র চার বছর বয়সেই এসথার হনামতের কণ্ঠস্বর জাতীয় স্তরে দৃষ্টি আকর্ষণ করে। এ আর রহমানের “মা তুঝে সালাম” এবং জাতীয় সঙ্গীতের আবেগঘন পরিবেশনার মাধ্যমে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন। সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া তাঁর এই পরিবেশনাগুলি জাতীয় ঐক্য ও সংহতি প্রসারে সঙ্গীতের ভূমিকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ একাধিক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের প্রশংসা কুড়িয়েছে।

এই কিশোরী শিল্পী দেশজুড়ে বিভিন্ন ক্ষেত্র—সাহসিকতা, সমাজসেবা, পরিবেশ, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে অসাধারণ কৃতিত্বের জন্য সম্মানিত হওয়া মোট ১৬ জন শিশুর অন্যতম। পুরস্কার প্রদানকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্মানপ্রাপ্ত শিশুদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের কৃতিত্ব পরিবার, সমাজ এবং সমগ্র জাতির গর্ব। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সম্মান দেশের সর্বত্র শিশুদের অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, ১৮ বছরের কম বয়সি শিশুদের অসাধারণ সাফল্যের স্বীকৃতি দিতেই প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করা হয়।
এসথার নামতের এই সাম্প্রতিক সম্মান তাঁর ইতিমধ্যেই সমৃদ্ধ পুরস্কার-তালিকায় নতুন সংযোজন। ২০২০ সালে তিনি মিজোরামের রাজ্যপালের কাছ থেকে বিশেষ প্রশংসা পুরস্কার লাভ করেন। এরপর ২০২১ সালে ডালমিয়া সিমেন্ট ভারত লিমিটেড-এর পক্ষ থেকে ইয়াং অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পান। একই বছরে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় নির্মিত “জন গণ মন” সঙ্গীত ভিডিওর জন্য রাজ্যের গায়ক-গায়িকাদের সংগঠন মিজো জাইমি ইনজাওমখাওয়াম-এর পক্ষ থেকে তাঁকে একটি “নন-নেটিভ অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *