বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : হরিয়ানার গুরগাঁওয়ে অনুষ্ঠিত ১৮তম আরবান মবিলিটি ইন্ডিয়া (ইউএমআই) সম্মেলনে ট্রাফিক ব্যবস্থাপনায় উৎকৃষ্ট কর্মদক্ষতার জন্য বিশেষ পুরস্কারে সম্মানিত হয়েছে মিজোরাম। মঙ্গলবার এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল এবং মন্ত্রী টোখান সাহুর হাত থেকে রাজ্যের নগর উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন (ইউডি অ্যান্ড পিএ) সচিব লালমালসাওমা পাচুয়া এই সম্মান গ্রহণ করেন।
প্রতিবছর আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীনে ইন্সটিটিউট অব আরবান ট্রান্সপোর্ট (ইন্ডিয়া) কর্তৃক আয়োজিত এই ইউএমআই সম্মেলনটি দেশের বিভিন্ন শহরে উদ্ভাবনী, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পরিবহন ব্যবস্থার উন্নয়নকে উৎসাহিত করার একটি জাতীয় মঞ্চ হিসেবে পরিচিত।


