ধলাইয়ে কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার মিজো মহিলা ও দুই যুবক

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৩ জুন : বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ ধলাই পুলিশের হাতে আটকা পড়লো মিজো মহিলা ও দুই যুবক। গোপন সূত্রের ভিত্তিতে ধলাই থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বরুয়ার নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় ৩০৬ নং শিলচর-আইজল জাতীয় সড়কের সপ্তগ্রামে অভিযানে নামে পুলিশের একটি দল। ঠিক সেসময়ে মিজোরামের দিক থেকে আসা একটি স্কুটি থেকে মাদকদ্রব্য গুলো একটি বলেরো গাড়িতে হাত বদল করা চলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলেরো গাড়িটি। স্কুটি সমেত তিন মিজো নাগরিককে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। পুলিশি তল্লাশিতে স্কুটি থেকে উদ্ধার হয় অন্তত কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট। সঙ্গে সঙ্গে পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

ধৃতরা হল বেনি (৩৬) বাড়ি মিজোরাম রাজ্যের ছাইতুয়ালে, লালরিন হেতা (৪২) ও ইসাকা লাল হোমাদিকা ভাইরেংটির বাসিন্দা। লালরিন হেতা জানিছে ছাইতুয়ালের বাসিন্দা মিজো মহিলা বেনি রাস্তা পরিচয় করিয়ে দেওয়ার জন্য মিজোরামের ভাইরেংটি থেকে স্কুটি সহ তাকে ভাড়া করে। সপ্তগ্রামে পৌঁছার পর একটি বলেরো গাড়িতে ব্যাগটি হস্তান্তর করার সময় পুলিশ তাদের পাকড়াও করে।

এদিকে, অভিযানের সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য গুলো সমঝে নিতে আসা বলেরো গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ধৃতদের  বিরুদ্ধে মামলা নাথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটর বাজার মূল্য ১৫ লক্ষ টাকার অধিক হবে বলে জানা যায়।

Author

Spread the News