অসমে ৬ থেকে ৭টি আসন পাবে কংগ্রেস : মিসবাহুল

অসমে ৬ থেকে ৭টি আসন পাবে কংগ্রেস : মিসবাহুল

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যাই বলুন না কেন, অসমে কংগ্রেস ৬ থেকে ৭টি আসনে জয়ী হবে। বুধবার বড়খলা ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে বড়খলা তেমাথায় নির্বাচনী প্রস্তুতি সভায় এ কথা বলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। এ দিন বড়খলা ব্লক কংগ্রেস সভাপতি ঝন্টু সরকারের পৌরোহিত্য নির্বাচনী প্রস্তুতি সভায় বড়খলার বিধায়ক লস্কর এও বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশছোয়া সেদিকে খেয়াল নেই সরকারের। নির্বাচনে ভোটার তার জবাব দেবেন। তিনি আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকারকে জয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, বিজেপি সরকার ভারতবর্ষের জনগণের অধিকার খর্ব করে রেখেছে, বর্তমান সমগ্র ভারতবর্ষে বিজেপি অশান্তি করে রেখেছে। তাই এই সরকারের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহব্বান জানান।

প্রাক্তন মন্ত্রী অজিত সিং তাঁর বক্তব্য বলেন, বিজেপি সরকার আসার পর বরাককে সব দিক থেকে বঞ্চিত করে রেখেছে। এমনকি চাকরির ক্ষেত্রে বরাককে সম্পূর্ন রূপে বঞ্চিত। ব্রহ্মপুত্র উপত্যকার ছেলে মেয়েরা বরাকে এসে চাকরি করছে। কংগ্রেস সরকারের সময় এই রকম হয়নি। এখন বৈষম্য করা হচ্ছে।বক্তব্য রাখেন শিলচর লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। তিনি বলেন, কংগ্রেস সম্মান দিয়ে তাকে প্রার্থী করেছে।  তাঁকে আগামী লোকসভা নির্বাচনে জয়ী করতে সবার দোয়া আশীর্বাদ কামনা করেন।

অসমে ৬ থেকে ৭টি আসন পাবে কংগ্রেস : মিসবাহুল
প্রার্থী সূর্যকান্ত সরকার বক্তব্য রাখছেন।

এ ছাড়া বক্তব্য রাখেন শিলচর জেলা মহিলা কংগ্রেসের সম্পাদিকা নাজিমা বেগম লস্কর, উত্তর বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়ভূইয়া, ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবুচন্দ্র দাস, বিশিষ্ট রাজনীতিবিদ ফখরুল ইসলাম লস্কর, সমাজসেবী মইন উদ্দিন তালুকদার, লুৎফুর রাহমান লস্কর প্রমুখ।

Author

Spread the News