ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানি, মামলা সংখ্যালঘু মোর্চার

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক ও অবমাননাকর মন্তব্য পোস্ট করার অভিযোগে সমীর উদ্দিন নামের এক ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে বুধবার শিলচর সদর থানায় মামলা দায়ের করল বিজেপি সংখ্যালঘু মোর্চার কাছাড় জেলা কমিটির এক প্রতিনিধি দল। একই সঙ্গে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের কাছেও বিষয়টি জানিয়েছেন।

মামলা দাখিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আতাউর রহমান লস্কর জানান, কয়েকদিন ধরে সমীর উদ্দিন নামের ওই ফেসবুক ব্যবহারকারী বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্য সহ বিজেপির সঙ্গে যুক্ত সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্দেশ্য করে “অত্যন্ত আপত্তিকর, অবমাননাকর, প্রদাহজনক ও সাম্প্রদায়িক মন্তব্য” করে আসছেন। এই ধরনের পোস্ট সমাজে শত্রুতা বৃদ্ধি করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে। তাই জেলা বিজেপির নেতৃত্বের পরামর্শ মতে মামলা দায়ের করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি—অভিযুক্ত প্রোফাইলের প্রকৃত পরিচয় উদ্ঘাটন করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন বলে আমরা আশাবাদী।

এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর, সহ-সভাপতি ময়না মিয়া লস্কর ও ফকরুল ইসলাম বড়ভূইয়া, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লস্কর, একলাস উদ্দিন, নিউ শিলচর মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি সজল উদ্দিন লস্কর, রংপুর মালুগ্রাম সংখ্যালঘু মোর্চার সভাপতি মাসুক আহমদ লস্কর, আইটি সেল কনভেনার কমরুল হক, মিডিয়া সেল কনভেনার মিজাজুর রহমান ও আনোয়ার হোসেন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *