মন্ত্রীর ভোটার চেতনা অভিযান বড়জালেঙ্গা ও পালংঘাট মণ্ডলে
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : ভোটারদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রত্যেক বুথ কেন্দ্রের ভোটারদের সক্রিয় করানো নিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সমগ্র দেশব্যাপি ভোটার চেতনা অভিযানের কর্মশালা আয়োজন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে রাজ্যের অন্যান্য মণ্ডলের সঙ্গে মঙ্গলবার ধলাই কেন্দ্রের বড়জালেঙ্গা ও পালংঘাট মণ্ডলেও ভোটার চেতনা অভিযানের কর্মশালা আয়োজন করা হয়। এতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন, আবগারি ও মীন বিভাগের মন্ত্রী তথা ধলাই বিধায়ক পরিমল শুক্লবৈদ্য।
এদিনের আয়োজিত কর্মশালায় পৃথক পৃথক ভাবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, বড়জালেঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীলরঞ্জন ধর, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষীরাণি যাদব, জেলা বিজেপির সম্পাদক পুলক দেব, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপনকুমার দাস, পালংঘাট মণ্ডল বিজেপির সভাপতি সৌমেন দাস, জেলা বিজেপির সদস্য ভুষন পাল, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথ প্রমুখ।