বিজেপি নেতার ৪ কোটির কেলেঙ্কারিতে সহায়তা করে গ্রেফতার মন্ত্রীর পিএ

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : অসমের সচিবালয়ের নাম ব্যবহার করে, সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে গোটা দেশের বিভিন্ন ব্যবসায়ীকে ঠকিয়ে গ্রেফতার হয়েছিল বিজেপি নেতা অসীমকুমার দাস। টাকার বিনিময়ে অসীমকে সরকারের বহু তথ্য সরবরাহ করার অভিযোগে এবার গ্রেফতার হয়েছেন মন্ত্রী যোগেন মোহনের ব্যক্তিগত সহকারি এবং তার কার্যালয়ের পিয়ন।

অসমের সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে অসীমকুমার দাস উত্তরপ্রদেশের নয়ডার প্রনটেস্টিক আইটি প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্ণধার সানি ব্রেজা এবং তার ভাইয়ের কাজ থেকে ৪ কোটি টাকার সামগ্রী নিয়ে গা ঢাকা দিয়েছিল। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয় এবং বিজেপি তার প্রাথমিক সদস্যপদ বাতিল করে। পুলিশের তরফে এব্যাপারে বহু তথ্য পরবর্তীতে জনসমক্ষে তুলে ধরা হয়।

এবার মন্ত্রী মোহনের পিএ মন্মথ দাস এবং মন্ত্রীর কার্যালয়ে থাকা পিয়ন প্রফুল্ল ডেকাকে গ্রেফতার করার পর পুলিশের তরফে জানানো হয়েছে, এই দুই ব্যক্তি দিসপুরের জনতা ভবন থেকে তারা অসীমকুমার দাসকে বহু তথ্য সরবরাহ করেছে এবং এর বিনিময়ে অর্থসহ সংগ্রহ করেছে। আধিকারিকরা জানিয়েছেন মন্মথ দাস শিকার করেছে, সে তার ক্ষমতার অপব্যবহার করে বহু তথ্য অসীমকুমার দাসের কাছে তুলে দিয়েছিল যা ব্যবহার করে অসীম দেশের বহু কোম্পানির লোকেদের ঠকিয়েছে।

বিজেপি নেতার ৪ কোটির কেলেঙ্কারিতে সহায়তা করে গ্রেফতার মন্ত্রীর পিএ
বিজেপি নেতার ৪ কোটির কেলেঙ্কারিতে সহায়তা করে গ্রেফতার মন্ত্রীর পিএ

Author

Spread the News