কাছাড়ে শুরু হল তৃতীয় শ্রেণি পদের নিযুক্তি পরীক্ষা

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : অসম সরকারের তৃতীয় শ্রেণি পদের নিযুক্তি পরীক্ষা শুরু হল শিলচরে। রবিবার কাছাড় জেলার বিভিন্ন স্থানে তৃতীয় শ্রেণি পদে কড়া নিরাপত্তা ও পদক্ষেপের মধ্য দিয়ে শুরু হয়েছে নিযুক্তি পরীক্ষা। সারিবদ্ধভাবে এক এক করে পুলিশ প্রশাসনের তল্লাশি করার পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের।
প্রার্থীদের সুবিধার্থে কাছাড় জেলায় ২৯টি পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। 

জেলায় মোট ৩৩৯১৬ জন প্রার্থী তৃতীয় শ্রেণি নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ বাহিনী সহ অতিরিক্তভাবে অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে পরীক্ষা চলাকালীন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

কাছাড়ে শুরু হল তৃতীয় শ্রেণি পদের নিযুক্তি পরীক্ষা
কাছাড়ে শুরু হল তৃতীয় শ্রেণি পদের নিযুক্তি পরীক্ষা

Author

Spread the News