ধনেহরি গ্যাস প্লান্ট পরিদর্শন মন্ত্রী তেলীর

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : ধনেহরি গ্যাস প্লান্ট পরিদর্শন করলেন পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলী। রবিবার সন্ধ্যায় তিনি বাঁশকান্দি ২ ধনেহরি গ্যাস উত্তোলন প্লান্টে পৌঁছেন। মন্ত্রী সাংবাদিকদের মুখেমুখি হয়ে বলেন, ২০২৫ সালের ভেতরে শিলচর শহরের ৩০ হাজার পরিবারকে পাইপলাইনে রন্ধন গ্যাস সংযোগ দেওয়া হবে। বলেন, ইন্দ্রধনুস গ্যাস গ্রিড নির্মাণ করা হয়েছে আর এই প্রকল্পের আওতায় উত্তর পুর্বাঞ্চলের ৮ টি রাজ্যে পাইপ যোগে রন্ধন গ্যাস সরবরাহ করা হবে। বরাকের তিন জেলা সদরে গ্যাস সরবরাহ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২০২৫ সালের ভেতরে  শিলচরে নুন্যতম ৩০ হাজার পরিবারকে পাইপযোগে গ্যাস সরবরাহের দায়িত্বে রয়েছে পূর্ব ভারতী গ্যাস বিতরন কোম্পানি। এ দিন মন্ত্রী প্লান্টে একটি গাছের চারা রোপন করেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন ওএনজিসি ও পূর্ব ভারতী গ্যাস কোম্পানির আধিকারিকরা।

এদিকে পাইপলাইনে বাড়ি বাড়ি গ্যাস কানেকশন পাওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ পাঁচ হাজার টাকা সিকিউরিটি বাবদ নেবে প্রত্যেক গ্রাহকের কাছ থেকে।  মন্ত্রী বলেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিলচরে প্রকল্প শুরু হলে বহু লোকের একসঙ্গে পাঁচ হাজার টাকা দিতে অসুবিধা হতে পারে। বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষের। ফলে প্রকল্প শুরু হওয়ার সময় সিকিউরিটির অর্থ মাসিক ৫০০ টাকা কিস্তিতেও দেওয়া যাবে। কোম্পানিকে এভাবেই কিস্তির ভিত্তিতে সিকিউরিটির অর্থ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। শিলচরে নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনে ডলু চা বাগানের জনবসতি অঞ্চলের যে অতিরিক্ত ৭০ বিঘা জমি চেয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এ প্রসঙ্গে মন্ত্রী বলেন কেন্দ্র সরকার চাইলে জমি দিতেই হবে রাজ্য সরকারকে। এতে কোনও দ্বিমত নেই। শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই মধ্যপন্থা অবলম্বন করে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে জমি নিচ্ছে সরকার। ময়নারবন্দ ডিপো থেকে বেরিয়ে মন্ত্রী তেলি শহরের রাঙ্গিরখাড়িতে এমপ্লয়ি স্টেট ইন্সুরেন্স অফিস পরিদর্শনে যান। সেখান থেকে বেরিয়ে সন্ধ্যে নাগাদ ন্যাশনাল হাইওয়েতে গিয়ে পরিদর্শন করেন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড কার্যালয়। রাতে আসেন শিলচর ইটখলার শ্রম কমিশনারের কার্যালয়ে। সবকটি জায়গাতেই তিনি অফিসের আধিকারিক ও কর্মীদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন। সরকারি কর্মচারীরা এই ধরনের প্রতিষ্ঠান থেকে প্রকৃত অর্থে সুবিধা পাচ্ছেন কিনা খতিয়ে দেখেন সেই দিকগুলো।

Author

Spread the News