ময়নারবন্দ আইওসি ডিপো পরিদর্শন করলেন মন্ত্রী রামেশ্বর
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : চাইলে বাংলাদেশ ও মায়ানমারকে ময়নারবন্দ আইওসি ডিপো থেকে তেল দেওয়া যেতে পারে। মুলত তিন জেলার জনগণ ডিজেল-পেট্রোলের যাতে অভাব না করেন সেজন্য ময়নারবন্দে ডিপো করা হয়েছে। রবিবার কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং শ্রম কর্মসংস্থান বিভাগের মন্ত্রী রামেশ্বর তেলি শিলচরে পৌঁছে এমনটাই জানালেন। মন্ত্রী বলেন, ৫০০ কোটি টাকা দিয়ে এই ডিপো নির্মাণ করা হয় এবং ২০২২ সালে তার উদ্বোধন হয়েছিল। অসমের তিন জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড় জেলায় এই ডিপো থেকে তেল সরবরাহ করা হয় সঙ্গে মিজোরাম ও মণিপুরেও পাঠানো হয়। বিগত দিনে ডিমা হাসাও জেলাতে বন্যায় রেল লাইনের অনেক ক্ষতি হয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি সৃষ্টি হলে এই প্লান্টের দরুন তিন জেলার জনগণ তেলে অভাব করতে হবে না। এ দিন বিভিন্ন কর্মসূচি নিয়ে শিলচরে পৌঁছে প্রথমে কুম্ভা চা বাগানে যান এরপর মন্ত্রী ময়নারবন্দ আইওসি ডিপো পরিদর্শন করেন।
আগামীকাল প্রধানমন্ত্রী রোজগার ৪ তম মেলায় শিলচর মাছিমপুরে ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে মন্ত্রী রামেশ্বর তেলি নিয়োগপত্র বিতরণ করবেন। এই রোজগার মেলা ইভেন্টের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্র বিভিন্ন কেন্দ্রীয় শস্ত্র পুলিশ বাহিনী সিআরপিএফ, বিএসএফ, আসাম রাইফেলস, সিআইএসএফ সহ আরও অন্যান্য পদে নিয়োগপত্র বিতরণ করবেন। কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের পথে রোজগার মেলা একটি পদক্ষেপ বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলে। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আই ওসির ডিজিএম, ওএনজিসি জেনারেল ম্যানেজার বিপুল গোস্বামী, হিমাংশু শর্মা সহ আরও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।