বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২০ ডিসেম্বর বিকেল ৩টায় একাধিক কর্মসূচি নিয়ে গুয়াহাটিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এই সময়ে তিনি বরঝারে নবনির্মিত টার্মিনালের উদ্বোধন করবেন এবং নতুন বিমানবন্দরে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের একটি মূর্তি উন্মোচন করবেন। এরপর প্রায় ৭০ হাজার মানুষের সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে শাসক দলের নেতা-মন্ত্রীরা এখন ব্যস্ত হয়ে পড়েছেন।
এরই মধ্যে মঙ্গলবার দক্ষিণ কামরূপ বিজেপির কার্যালয়ে উপস্থিত হন অসম সরকারের মন্ত্রী পীযূষ হাজরিকা। মোদির সভায় দক্ষিণ কামরূপ থেকে কতজন মানুষ আনা যায়, সে বিষয়ে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করেন তিনি। সব কাজ যেন সুন্দরভাবে সম্পন্ন হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেন মন্ত্রী হাজরিকা।
জানা গেছে, বিমানবন্দর উদ্বোধনের পাশাপাশি গুয়াহাটিতে প্রায় তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই প্রথম তিনি বিজেপির রাজ্য প্রধান কার্যালয়ে যাবেন। বশিষ্ঠে অবস্থিত এই কার্যালয় থেকে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ একটি রোড শো-তে অংশ নেবেন তিনি। রাতে তিনি খানাপাড়ায় রাত্রিযাপন করবেন এবং ২১ ডিসেম্বর সকালে সতী সাধনী শান্তি উদ্যানে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন।
এরপর বরাগাঁওস্থিত শহিদ স্মারক ক্ষেত্রে গিয়ে অসম আন্দোলনের ৫৬০ জন শহিদকে শ্রদ্ধা জানিয়ে ডিব্রুগড়ের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে তিনি নামরূপ সার কারখানার নতুন প্রকল্পের উদ্বোধন করবেন। নামরূপে প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এবং ১২ লক্ষ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন অ্যামোনিয়া-ইউরিয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি একটি জনসভাতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


