শিলচরে পতাকা তুলে অভিবাদন গ্রহণ মন্ত্রী নন্দিতার

বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : ৭৪ তম প্রজাতন্ত্র দিবস মর্যাদা সহকারে পালন করল কাছাড় জেলা প্রশাসন। বৃহস্পতিবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী নন্দিতা গার্লোসা। পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, শীতের সকালে আপনাদের উতসাহ-উদ্দীপনাই সাধারণতন্ত্র দিবসের প্রতি সাধারণ জনতার শ্রদ্ধাবোধের সাক্ষ্য বহন করছে।।

শিলচরে পতাকা তুলে অভিবাদন গ্রহণ মন্ত্রী নন্দিতার

তিনি বক্তব্যে বলেন, কাছাড় জেলায় এ বার এক বিশেষ এবং গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। গত বছরের অভূতপূর্ব বন্যা আমাদের অনেক কিছু শিখিয়ে গিয়েছে, অনেক সতর্কতার বার্তাও দিয়ে গিয়েছে। তাই রাজ্য সরকার চারটি স্পুন সিটি প্রজেক্টের মধ্যে শিলচরকেও অন্তর্ভুক্ত করেছে। এই প্রকল্পে বৃষ্টির জলকে ধরে রাখার বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তাহলে একদিকে যেমন বৃষ্টিতে বর্তমানে শহরে যে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়, তা থেকে রেহাই মিলবে। পাশাপাশি জল সরবরাহ প্রকল্প এবং প্রকৃতি-পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে। শিলচর শহরে এই প্রকল্পের জন্য চারটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে একটিকে বেছে নিয়ে ডিপিআর তৈরি করা হবে। সেখানে নগরোন্নয়ন মন্ত্রক ৩০ হেক্টর জায়গা জুড়ে একশো কোটি টাকা ব্যয়ে স্পুন বা চামচের মতো জলাধার তৈরি করবে। সে জন্য অস্ট্রেলিয়া ভিত্তিক একটি পরামর্শদাতা সংস্থা প্রাথমিক কাজকর্ম শুরু করে দিয়েছে।

শিলচরে পতাকা তুলে অভিবাদন গ্রহণ মন্ত্রী নন্দিতার

এ ছাড়া তিনি বলেন, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের কাজকর্মে, বিশেষ করে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গত বছর কাছাড় জেলা দ্বিতীয় স্থান অধিকার করেছে। গত বছরে এই প্রকল্পে ৩৭১৬ টি বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে। এ ছাড়াও, ৫৫২২টি বাড়ি নির্মাণের প্রথম কিস্তির অর্থ প্রদান করা হয়েছে। দ্বিতীয় কিস্তির অর্থ পেয়েছে ৪৯৮০টি বাড়ি। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকই রাঙ্গিরখালের উভয়দিকে রাস্তা চওড়া করে শক্ত গার্ডওয়াল তৈরি করছে। ৪২ কোটি ৬ লক্ষ টাকার ওই কাজ এখন চলছে। সঞ্জয় মার্কেটের কাছে বর্তমান কালভার্টটিকে সম্প্রসারিত করা হচ্ছে। সে জন্য ৪৮ লক্ষ ৯৫ হাজার টাকা বরাদ্দ হয়েছে। ইন্ডিয়া ক্লাব পয়েন্টে একটি বক্স সেল কালভার্ট নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে ৪৬ কোটি ১০ লক্ষ টাকা। দুটি কাজেরই সাইট ক্লিয়ারেন্স চলছে এই সময়ে। এছাড়াও জেলার বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের কথা ও অর্থ বরাদ্দের কথাও তুলে ধরেন।

এ দিন সকালে মহাত্মা গান্ধীর মূর্তি ও শহিদবেদীতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী নন্দিতা গার্লোসা, জেলাশাসক রোহনকুমার ঝা, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অনেকে।

Author

Spread the News