বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : ধলাই বিধানসভা কেন্দ্রের বিদ্যারতনপুর দীনেশ দেব পাবলিক হাইস্কুলের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার বেলা ১২ টায় আরআইডিএফ তহবিল থেকে মোট ৭ কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ের প্রকল্পটি ফলক উন্মোচনের মাধ্যমে সূচনা করেন তিনি।
এদিনের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রাই বলেন, বিজেপি সরকার যেভাবে বরাক উপত্যকার উন্নয়নে কাজ করে যাচ্ছে আজ অবধি কোন সরকার করতে পারেনি। বরাক উপত্যকার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শৰ্মা এবং এজন্য পৃথক ভাবে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ নামে নতুন দফতর গঠন করে তার হাতে গুরুত্বপূর্ণ এই বিভাগের দায়িত্ব অর্পণ করেছেন। এদিন মন্ত্রী কৌশিক রায় আরও বলেন দীনেশ দেব পাবলিক হাইস্কুল ভবন নির্মাণের জন্য সরকার ৭ কোটি ২১ লক্ষ টাকার আর্থিক অনুদান বরাদ্দ করেছে। বহু বছর পুরানো এই স্কুলে ভবন নির্মিত হলে এতোদঞ্চলে শৈক্ষিক পরিবেশ ফিরে আসবে এবং শিক্ষার মান উন্নত হবে বলে আশাব্যক্ত করেন তিনি। মন্ত্রী কৌশিক রাই বলেন ড. হিমন্ত বিশ্ব শৰ্মার বলিষ্ঠ নেতূত্বে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে রাজ্যে। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগের মাধ্যমে রাজ্যে লক্ষাধিক যুবক যুবতী সরকারি চাকরি পেয়েছে, কাজেই শিক্ষার কোন বিকল্প নেই। তিনি ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সুনাগরিক হয়ে গড়ে উঠার আহ্বান জানান।

এদিকে, বিধায়ক নীহাররঞ্জন দাস তাঁর ভাষণে মন্ত্রী কৌশিক রায়ের উচ্চ প্রশংসা করেন। তিনি বলেন কৌশিক রাইয়ের আন্তরিক সহযোগিতার ফলে ধলাইতে পূর্ত বিভাগ থেকে পঞ্চাশ কোটি টাকা মঞ্জুর হয়েছে। ভারতমালা প্রকল্পে ৩৭ কোটি টাকা বরাদ্দ থেকে শুরু করে ধলাইর উন্নয়নমূলক বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে মন্ত্রী কৌশিক রায়ের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেন বিধায়ক নীহার। পাশাপাশি প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য যেভাবে ধলাইর উন্নয়নে সচেষ্ট ছিলেন তার দেখানো পথ অনুসরণ করে ধলাই কেন্দ্রের উন্নয়নকে আরও গতিশীল করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।
এদিনের শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির ধলাই নরসিংহপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরী, ধলাই-নরসিংহপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাশ, জিলা পরিষদ সদস্যা পম্পী নাথ চৌধুরী, সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রতিনিধি শশাঙ্কচন্দ্র পাল, প্রধান শিক্ষক প্রণব শর্মা, স্কুল পরিচালন সমিতির সভাপতি প্রশান্ত দেব, জামালপুর জিপি সভাপতি পৃথীশচন্দ্র দাস, ভুষণ পাল, বিজয় রায়, জয়ন্ত দত্ত, জিপি সভানেত্রী অঞ্জুশ্রী রায়, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা মল্লিকা কৈরী, কৃষ্ণ জীবন দেবনাথ সহ অন্যান্যরা ।


