মৃত্যুঞ্জয় কর্মচারীদের আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া মন্ত্রী অশোক সিংঘলের

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : টানা পয়ত্রিশ দিন ধরে আন্দোলন চলছে সারা অসম ১০৮ মৃত্যুঞ্জয় কর্মচারী সংস্থার। এই আন্দোলন প্রসঙ্গে রবিবার এক অনুষ্ঠানে সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘলের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আলোচনার মাধ্যমে দাবিগুলো মিটমাট করা হবে। তিনি এও বলেন, স্বাস্থ্য বিভাগের একটি জরুরীকালীন সেবা এভাবে বন্ধ করা মোটেই উচিত নয়। এনএইচএম সহ ত্রিপাক্ষিক আলোচনা করে দাবিগুলো পূরণ করার ব্যবস্থা নিতে হবে বলেও জানান।

উল্লেখ্য, চাকরি নিয়মিতকরণ, এই জরুরি পরিষেবাটি ব্যক্তিগত খাতের পরিবর্তে সরকারিভাবে পরিচালনার ব্যবস্থা করা এবং ৩০০০ জন খিলঞ্জিয়া যুবক-যুবতীর চাকরি নিয়মিতকরণ নিশ্চিত করা, মানসম্মত মজুরির ব্যবস্থা ইত্যাদি দাবিতে ছয়মাইল ভিআইপি রোড শশলে ধরনাস্থলে চলছে। আন্দোলনকারীরা জানান, কোনও আশ্বাস নয়, লিখিত বা কার্যকর করা না হয় দাবিগুলো ততক্ষণ পর্যন্ত চলবে আন্দোলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *