অন্তোদয়ের মন্ত্রকে পাথেয় করে পিছপড়া মানুষের কল্যাণে কাজ করছে বিজেপি সরকার : মিহিরকান্তি

বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : অন্তোদয়ের মন্ত্রকে পাথেয় করে কেন্দ্র ও রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার সমাজের পিছপড়া তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষের কল্যাণে কাজ করছে। ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর নরেন্দ্র মোদির নেতৃত্বে সমাজের একেবারে পিছিড়ে পড়া তপশীলি সমাজ মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।

শালগঙ্গার মর্লি এইচএস স্কুলে এসসি বোর্ডের সুপারিশ কর্মশালা

বৃহস্পতিবার উধারবন্দ সমষ্টির শালগঙ্গা মর্লি এইচএস স্কুলে শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি তপশিলি জাতি মোর্চা উধারবন্দ মণ্ডল কমিটির সহযোগিতায় আয়োজিত এসসি সার্টিফিকেট প্রদানের এক সুপারিশ কর্মশালায় অংশগ্রহণ করে এই মন্তব্য করেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। 

এদিন মর্লি এইচ এস স্কুলের অধ্যক্ষ বিমল রঞ্জন বিশ্বাসের পৌরহিত্যে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, কেন্দ্র এবং রাজ্যে বিজেপির সরকার গঠনের পর প্রতিটি জাতি, গোষ্ঠী, সম্প্রদায়ের সমউন্নয়ন সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। সেই সাথে ঐক্য ও শৌভাতৃত্বের বাতাবরণ তৈরি করার মাধ্যমে প্রতিজন ভারতবাসীর মনে দেশাত্ববোধের ভাবকে আরও বেশী করে জাগ্রত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তোদয়ের মন্ত্রকে পাথেয় করে সমাজের শোষিত, বঞ্চিত, আর্থিকভাবে দুর্বল ব্যক্তির আর্থ – সামাজিক অবস্থার উন্নতির মাধ্যমে সমাজের মূল স্রোতে তুলে আনার লক্ষে বিভিন্ন সরকারি স্বনির্ভর মূলক প্রকল্প নিয়ে আসার সাথে সাথে ভারতবর্ষকে একটি উন্নত, শক্তিশালী ও বৈভবশালী রাষ্ট্র হিসাবে বিশ্বে প্রতিষ্ঠিত করার প্রতিজ্ঞা নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক একই ভাবে আসামকে দেশের পাঁচটি উন্নত রাজ্যের পরিধির মধ্যে নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যা ৭০ বছরেও করতে পারেনি কংগ্রেস। এই মহান উদ্দেশ্যকে সফল করার জন্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বিধায়ক মিহিরকান্তি সোম।

এদিনের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নীহাররঞ্জন দাস বলেন, শিলচরে বিজেপি পরিচালিত বোর্ড গঠনের পর এসসি সম্প্রদায়ের লোকদের সহজে জাতির প্রমাণপত্র প্রদানের লক্ষ্যে জায়গায় জায়গায় সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ ছিল ৪৪ তম কর্মশালা এবং এখানে প্রায় তিন শতাধিক লোককে সার্টিফিকেটের জন্য সুপারিশ করা হয়েছে, বলে জানান নীহার বাবু। 

উল্লেখ্য এদিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপি উধারবন্দ মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, মর্লি এইচএস স্কুলের অধ্যক্ষ বিমলরঞ্জন বিশ্বাস, বিজেপি অনুসূচিত জাতি মোর্চার কাছাড় জেলা কমিটির উপ-সভাপতি সুধাংশু শুক্লবৈদ্য, শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের সদস্যদ্বয় যথাক্রমে অমল কুমার লস্কর ও মনমোহন রবিদাস, বিজেপি অনুসূচিত জাতি মোর্চার উধারবন্দ মণ্ডল সভানেত্রী জলি মালাকার প্রমুখ। শুরুতে আমন্ত্রিত অতিথিদের স্কুলের তরফে উত্তরীয় দিয়ে বরণ করা হয়। তৎপশ্চাৎ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্কুলের ছাত্রীরা। 

Author

Spread the News