বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিনে ৩ কোটি ২৮ লক্ষ ৬৮ হাজার ৮৪ টাকা বরাদ্দে উধারবন্দ জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নয়া ভবন নির্মাণের শিলান্যাস করে বিধায়ক মিহিরকান্তি সোম। শুক্রবার বেলা বারোটায় ডায়েট প্রাঙ্গণে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ডায়েট অধ্যক্ষ দিব্যেন্দু দত্ত, একজিউটি ইঞ্জিনিয়ার উজ্বল ভট্টাচার্য। সভায় উপস্থিত ছিলেন ডিএন এইচএস স্কুলের অধ্যক্ষ নিলমণি দাস, জেলা পরিষদ সদস্য রোহিত সিং, জিপি সভানেত্রী কাকলী কর, আঞ্চলিক পাঞ্চায়ত সদস্যা অমিতা চক্রবর্তী প্রমুখ। সভায় বক্তব্য দিতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সোম বলেন। ২০১৬ সালের আগে কংগ্রেস শুধু লুটিয়ে নিয়েছ। ২০১৬ সালে বিজেপি সরকার গঠনের পর থেকেই উধারবন্দ কেন্দ্রের আমোল পরিবর্তন হয়েছে। এবং অসম্পন্ন কাজ গুলো সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।


