বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে উধারবন্দেও মনরেগা নিয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করল কংগ্রেস। সোমাবার খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের সামনে অনশন ধর্মঘট পালন করেন কংগ্রেসিরা। দু’ঘন্টার অনশন ধর্মঘটে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে অনশন স্থল উত্তাল করে তুলেন তারা।
অনশন স্থলে বক্তব্য রাখতে গিয়ে শিলচর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক দিবজ্যোতি বরুয়া বলেন, এখন আমাদের বাঁচা মরার লড়াই শুরু হয়েছ। বর্তমান বিজেপি সরকার জুমলা নীতি প্রয়োগ করে একের পর এক আইন বাতিল করছে। বিশেষ করে এনরেগা আইন বাতিল করে কোটি কোটি মানুষের সঙ্গে প্রতারনা করেছে। তাই কংগ্রেস দল এর বিরুদ্ধে আন্দোলনে ধাবিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এদিনের অনশন কর্মসূচিতে উদারবন লক্ষ কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী, ইকবাল তালুকদার সহ ব্লক কংগ্রেস কমিটির অন্যান্য কর্মকর্তা ও তৃণমূল স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।



