পঞ্চম শ্রেণির পড়ুয়াদের মেধা পরীক্ষা গান্ধী শান্তি প্রতিষ্ঠানের

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা সংগ্রামী প্রয়াত শচীন্দ্রমোহন দত্ত এবং স্বাধীনতা সংগ্রামী প্রয়াত সরোজকুমার দাস স্মরণে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বার্ষিক মেধা পরীক্ষা। রবিবার প্রায়োগিক হিন্দি মাধ্যমিক বিদ্যালয়ে এগারোটা থেকে একটা পর্যন্ত এই মেধা পরীক্ষা গ্রহণ করা হয়। এতে শিলচর শহরের তেরটি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ঊনষাট জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। অভিভাবকগন এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা  এই মেধা পরীক্ষা আয়োজন করায় অত্যন্ত খুশি হয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। মেধা পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে একটি করে খাতা উপহার হিসেবে তুলে দেন গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সদস্য শুভ্র আচার্য এবং খাবার হিসেবে কেক পরিবেশন করেন শুকল্পা দত্ত। মেধা পরীক্ষার ফল আগামী ২৭ জানুয়ারির মধ্যে প্রত্যেক বিদ্যালয় প্রধানদের কাছে পৌঁছে দেওয়া হবে।

পঞ্চম শ্রেণির পড়ুয়াদের মেধা পরীক্ষা গান্ধী শান্তি প্রতিষ্ঠানের

আগামী ৩০ জানুয়ারি পঞ্চাশ শতাংশের বেশি পাওয়া ছাত্রছাত্রীকে সার্টিফিকেট প্রদান করা হবে এবং প্রথম দশজনকে বিশেষ পুরষ্কার প্রদান করা হবে শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠান। এই অনুষ্ঠানকে স্বার্থক করে তুলতে প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শান্তনুকুমার দাস, উপসভাপতি শুকল্পা দত্ত, সাধারণ সম্পাদক অশোক কুমার দেব সাংগঠনিক সম্পাদক শেখর পাল চৌধুরী, সহসম্পাদক অতনু চৌধুরী, উপালী পুরকায়স্থ, অনিতা বসু, শুভ্র আচার্য, অমিত নাগ, রূপশ্রী পুরকায়স্থ, অজয় দেব, সর্মীলা ভট্টাচার্য প্রমুখ।

Author

Spread the News