উপপরিদর্শকের সঙ্গে সাক্ষাৎ শিলচর ব্লক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে স্কুল সমূহের উপপরিদর্শকের সঙ্গে সাক্ষাৎ  করলেন শিলচর ব্লক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। সোমবার উপপরিদর্শক ইকবাল হুসেইন বড়ভূইয়ার সঙ্গে দেখা করে রেগুলার হয়ে আসা শিক্ষক-শিক্ষিকাদের বেতন এবং গ্রেড পে ৭৪০০ টাকার পরিবর্তে ৬৮০০ টাকা দেওয়া নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, স্নাতক ডিগ্রি ভেরিফিকেশন একমাসের মধ্যেই হয়ে যাবে এবং নিউ পেনসন স্কিমের কাজ পুজোর বন্ধের আগেই হয়ে যাবে। রেগুলার শিক্ষক-শিক্ষিকাদের বেতন নিয়ে কোনো সমস্যা নেই সময়মতো হয়ে যাবে। শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর কার্যকরী কমিটির  সদস্যবৃন্দ কাছাড়ের রেগুলার হয়ে আসা শিক্ষক-শিক্ষিকাদের মাসিক বেতন পুজোর আগে যে ভাবে হয় সেই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন।

এ দিন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কমলেন্দু গোস্বামী, সম্পাদক অমিত নাগ, রায়না বেগম, মানবেন্দ্র দাস, নূর আহমেদ চৌধুরী, বিমলেন্দু দাস, ফুলের হুসেইন মজুমদার, মঞ্জিল আহমেদ রাজ বড়ভূইয়া প্রমুখ। এ খবর জানিয়েছেন সাধারণ সম্পাদক অমিত নাগ।

উপপরিদর্শকের সঙ্গে সাক্ষাৎ শিলচর ব্লক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর
উপপরিদর্শকের সঙ্গে সাক্ষাৎ শিলচর ব্লক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর

Author

Spread the News