জাল নোটে গান্ধীর পরিবর্তে অনুপম খের, হাতিয়ে নিল দুই কেজি সোনা

৩০ সেপ্টেম্বর : ২ কেজিরও বেশি সোনা একসঙ্গে বিক্রি। ডিল সেরে বেশ খুশিই ছিলেন সোনা ব্যবসায়ী। কিন্তু নোটের তোড়া খুলতেই ভিরমি খেলেন। দেখা গেল, কাস্টমারের দেওয়া ১.৩০ কোটি টাকার পুরোটাই নকল। কড়কড়ে নোটে গান্ধীর নয়, রয়েছে অনুপম খেরের মুখ বসানো। অনুপম খের নিজেই সেই ছবি দেখে ট্যুইটারে পোস্ট করে লেখেন, ‘৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর বদলে আমার মুখ??? যা খুশিই হতে পারে।’

এই অভিযোগ দায়ের করেন আহমেদাবাদের মেহুল থক্করের নামের এক ব্যবসায়ী। ২৪ সেপ্টেম্বর, নবরঙ্গপুরা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ তাঁর কর্মীর কাছে কয়েকজন ব্যক্তি ১.৬ কোটি টাকা মূল্যের ২১০০ গ্রাম সোনা কেনার প্রস্তাব আনেন। তাঁরা ১.৩ কোটি টাকা নগদ দেন এবং বাকি ৩০ লক্ষ টাকা পরের দিন দেবেন বলে কথা দেন। যদিও সোনা হাতে পাওয়ার পরই তাঁরা উধাও হয়ে যান। এরপরই যখন তাঁরা নগদের পাহাড় খুলে দেখেন, বোঝেন যে সবটাই জাল টাকা।

আরেকটি মজার বিষয় হল যে নোটগুলিতে ‘রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া’ এর পরিবর্তে ‘রিসোল ব্যাঙ্ক অব ইন্ডিয়া’ মুদ্রিত রয়েছে। জাল নোটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং অনেকে এই ঘটনায় শোক প্রকাশ করেছে, অন্যরা এটিকে মজাদার বলে মনে করেছে।

তাদের মধ্যে অনুপম নিজেও রয়েছেন, কারণ তিনি এই ঘটনায় তার আমোদ প্রকাশ করেছেন। তিনি সম্প্রতি তার ইনস্টাগ্রামে গিয়ে জাল মুদ্রার আবক্ষ একটি নিউজ ক্লিপ শেয়ার করেছেন।

তিনি ক্যাপশনে লিখেছেন, “পাঁচশ টাকার নোটে গান্ধীর ছবির বদলে আমার ছবি???? যে কোনো কিছু হতে পারে”।

জাল নোটে গান্ধীর পরিবর্তে অনুপম খের, হাতিয়ে নিল দুই কেজি সোনা
জাল নোটে গান্ধীর পরিবর্তে অনুপম খের, হাতিয়ে নিল দুই কেজি সোনা

Author

Spread the News