লোয়াইরপোয়ায় মোদির জীবনের বিভিন্ন দিকের উপর চিত্র প্রদর্শনী
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে পক্ষকাল ব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে চিত্র প্রদর্শনী পাথারকান্দির লোয়াইরপোয়া ব্লকে। সোমবার করিমগঞ্জ জেলা কিষাণ মোর্চা ও সংখ্যালঘু মোর্চার যৌথ উদ্যোগে এবং দুই মোর্চার লোয়াইরপোয়া ব্লক কমিটির সহযোগিতায় মণ্ডল কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের বিভিন্ন দিকের উপর চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ফিতা কেটে প্রদর্শনীর সূচনা করেন লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি সভাপতি হৃষিকেশ নন্দী, জেলা কিষাণ মোর্চার সভাপতি অমিতাভ দে, জেলা সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক হায়দার আলি, মণ্ডল কিষাণ মোর্চার সভাপতি স্বপন দাস।
এরপর দলীয় কার্যালয়ে চিত্র প্রদর্শনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর জীবনের বাল্যকাল থেকেই শুরু করে জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন জেলা বিজেপির উপ সভাপতি প্রমথেশ দে, হৃষিকেশ নন্দী, অমিতাভ দে, হায়দার আলি, স্বপন দাস, কিশোর চৌধুরী প্রমুখ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধ্রুব চক্রবর্তী, অনন্ত নাথ, রাম সকল কৈরী, শশীভূশন রায়, সোনালী চৌধুরী, পঙ্কজ পাল, বিশ্বজিৎ গোয়ালা প্রমুখ। উল্লেখ্য, এই সভায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল উপস্থিত থাকার কথা থাকলেও তিনি বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি এদিনের কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন বলে জানিয়েছেন লোয়াইরপোয়া ব্লকের মণ্ডল কৃষাণ মোর্চার সভাপতি স্বপন দাস।