দু’টি শাখার শ্রমিকদের দৈনিক মজু‌রি নি‌য়ে বৈঠক

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৭ মে : দীর্ঘদিন ধ‌রে করিমগঞ্জ জেলার পাথারকান্দির বিধানসভার পুথনি চা বাগানের আওতাধীন চাম্পাবাড়ি ও পিপলাগুল বাগানের দু’টি শাখার শ্রমিকদের দৈনিক মজু‌রি নি‌য়ে সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষের সঙ্গে টান‌া পোড়ান চ‌লে আস‌ছিল। এ‌নি‌য়ে শ্রমিক‌দের ম‌ধ্যে পুঞ্জীভূত ক্ষোভের বহিপ্ৰকাশ ঘটে মঙ্গলবার। জানা গেছে, এ‌দিন শ্রমি‌করা জমায়েত হ‌য়ে বাগান ম‌্যা‌নেজার‌কে ঘেরাও ক‌রে বি‌ক্ষোভ প্রদর্শন কর‌তে শুরু ক‌রেন।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়‌তে থা‌কে। এ‌তে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালার নির্দেশে বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যকর্তা ও বরাক চা যুব কল্যাণ সমিতির কার্যকরী সভাপতি শচীন সাহু অন‌্যান‌্য কর্মকর্তা‌দের স‌ঙ্গে নি‌য়ে বাগানে উপ‌স্থিত হ‌য়ে বি‌ক্ষোভরত শ্রমিকদের সঙ্গে দীর্ঘক্ষন কথা ব‌লে বাগান ম‌্যা‌নেজ‌মে‌ন্টের সঙ্গে আ‌লোচনায় ব‌সেন।

বরাক চা শ্রমিক ইউনিয়নের অর্গানাইজার জয়গনেশ সালিয়া জানান, সরকার চা শ্রমিকদের দৈনিক হাজিরা ও সাবস্টাফদের বেতন বৃ‌দ্ধি করলেও পুথনি ডিভিশনের ম্যানেজমেন্ট ও ম্যানেজার শ্রমিক‌দের আজও ব‌ঞ্চিত ক‌রে রে‌খে‌ছেন। প‌রে বাগান ম‌্যা‌নেজার শ্রমিকদের অন‌্যান‌্য দা‌বি দাওয়া পুর‌নের পাশাপা‌শি দৈ‌নিক মজু‌রি ২২৮ টাকা করার দাবি মেনে নেন।এ‌তে স‌ন্তোষ প্রকাশ ক‌রেন বাগান শ্রমিক সহ চা ইউনিয়নের কর্মকর্তারা।

Author

Spread the News