রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : মাতৃভূমি নাইট ফুটবলের দ্বিতীয় রাউন্ডে পৌঁছায় ১৭টি দল। টুর্নামেন্টের প্রথম দিনেই দ্বিতীয় রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে নেয় দশটি দল। দ্বিতীয় দিন আরও সাতটি দল তাদের পারফরম্যান্সের মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করে নেয়। সব মিলিয়ে মোট ১৭টি দল এখন টুর্নামেন্টের পরবর্তী ধাপে পৌঁছেছে।
মাতৃভূমি ফুটবল অ্যাকাডেমি চাইছে আজ রাতেই দ্বিতীয় রাউন্ডের সবকয়টি ম্যাচ সম্পন্ন করতে। খেলার গতি এবং খেলোয়াড়দের উদ্দীপনা বজায় রেখে দ্রুত কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তারা।আগামীকাল ৩ ডিসেম্বর, এই টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এদিনই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল খেলা।


