ফের চর্চায় সেবা, ছুটির দিনে ম্যাট্রিক পরীক্ষা, বদল রুটিন

বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : একের পর এক কাণ্ড ঘটতেই চলেছে সেবায়। প্রশ্নপত্রের অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র গরু খেয়ে ফেলার অনেক ইতিহাস রয়েছে। ফের চর্চায় উঠে এসেছে সেবা। সম্প্রতি ম্যাট্রিক পরীক্ষার রুটিন ঘোষণা করেছিল।

এই বছর, SEBA ছুটির দিনে ম্যাট্রিক পরীক্ষার রুটিন ঠিক করেছে। সেবা চলতি বছরের অক্টোবরে ম্যাট্রিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছিল। রুটিন তৈরিতে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

রুটিন মত পরীক্ষার তিন দিনই ছুটি রয়েছে। রুটিন মতে ২০ ফেব্রুয়ারিতে সামাজিক বিজ্ঞানের পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সরকারি ছুটির সময়সূচী অনুসারে, এই দিনে কার্বি জনগণের উৎসব, কার্বি দেহাল কাসির ডম অন্তর্ভুক্ত রয়েছে।

এই দিনটিকে অসম সরকার স্থানীয় ছুটি ঘোষণা করেছে। একইভাবে ২৬ ফেব্রুয়ারিতে রয়েছে সাধারণ বিজ্ঞানের পরীক্ষা। এই দিনটিও অসম সরকারের ‘রেস্ট্রিকটেড হলি ডে’ রয়েছে।

কোনো চিন্তাভাবনা ছাড়াই রুটিন প্রকাশ করার পর শিক্ষক-শিক্ষার্থীদের জানানোর পরই জ্ঞান ফিরেছে। ফলে আবারও রুটিন বদলাতে বাধ্য হয়েছে SEBA।

নতুন সময়সূচি অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি সামাজিক বিজ্ঞান পরীক্ষা ১৯ ফেব্রুয়ারি সকাল ৯টায় শুরু হবে। ২৬ ফেব্রুয়ারির সাধারণ বিজ্ঞানের পরীক্ষা শুরু হবে ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় থেকে। আবার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা একই দিনে বেলা ১-৩০টা থেকে বিকেল ৪-৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Author

Spread the News