বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : গরীব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন (GNRF) ও মোহাম্মদিয়া ইয়ুথ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সৈদপুর চতুর্থ খণ্ডে চরকিশাহ বাবা মোকামে রক্তদান শিবিরে ৫৭ জন অংশ নিলেন। রবিবার বৃহৎ রক্তদান শিবির মোকাম ক্যাম্পাসের ভেতরে সকাল ১০টা থেকে শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। “এক ফোঁটা রক্ত, এক নতুন জীবন”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে আয়োজনকে ব্যাপক সাড়া পাওয়া যায়। কাছাড় ক্যান্সার হাসপাতালের ডাঃ দিলোয়ার হোসেনসহ দশ জনের সহযোগিতায় চলা শিবিরে জিএনআরএফের সদস্য, ইয়ুথ কমিটির কমকর্তা, জমিয়াতুল মদিনা ফয়জানে আপ্তাবুর রহমান মাদ্রাসার পড়ুয়া ও সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।
শিবিরে উপস্থিত ছিলেন জিএনআরএফ রিজিওনাল ম্যানেজার ওড়িশার শেখ কাফিল আহমদ। এ ছাড়া ইয়ুথ কমিটির সভাপতি আজিম উদ্দিন মজুমদার ও সম্পাদক হোসেন মোহাম্মদ জাকারিয়া লস্কর, দাওয়াতি ইসলামি জেলা সুপারভাইজার আব্দুল কাদির আত্তারি, জিএনআরএফ জেলা তত্ত্বাবধায়ক রেজাউল হাসান তালুকদার, জিএনআরএফ শিলচর ডিভিশন সুপারভাইজার দিলোয়ার হোসেন বড়ভূইয়া, জিএনআরএফ জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মুজিবুর রহমান, জিএনআরএফ জেলা সামাজিক মাধ্যম সুপারভাইজার কাসিম রাজা সহ অন্যান্যরা।

উল্লেখ্য, রক্তদান শিবির ছাড়াও GNRF দীর্ঘদিন ধরে খাদ্য বিতরণ, মানবিক সহায়তা এবং নানান জনকল্যাণমূলক কর্মসূচিতে সক্রিয় রয়েছে। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, সমাজের প্রতিটি মানুষকে মানবতার পথে সামিল করে তোলাই তাদের মূল লক্ষ্য।


