শিলচরে তিন জেলার শ্রমিক কৃষকের বিশাল সমাবেশ ও বিক্ষোভ
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : সংযুক্ত কিষান মোর্চা, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কর্মচারী ফেডারেশন গুলির যৌথ মঞ্চের ডাকে দেশব্যপী ২৬ থেকে ২৮ নভেম্বর দিন রাত সমস্ত রাজ্যের রাজ্যপাল ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে। অসমেও যৌথ মঞ্চের আহ্বানে এই কার্যসূচী রূপায়ন হচ্ছে। তবে বিশেষ ভৌগলিক অবস্থানের জন্য অসমে পাঁচটি অঞ্চলে বিভিন্ন জেলার শ্রমিক কৃষকরা যৌথভাবে বিক্ষোভে সামিল হয়েছেন। শিলচরে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার যৌথ কর্মসূচি হিসেবেই রবিবার একদিনের বিক্ষোভে নরসিংটোলা মাঠে প্রায় তিন সহস্রাধিক শ্রমিক কৃষকের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সিটুর জেলা সম্পাদক বিদ্যুত দেবের সভাপতিত্বে ১৪ জন বক্তা কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। শুরুতে যৌথ মঞ্চের পক্ষ থেকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র পাঠ করেন রঞ্জন দাস। স্মারকপত্রে যে দাবি জানান হয় তার অন্যতম, কৃষকের ফসলের ন্যুনতম সহায়ক মূল্য ঘোষণা করা, শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করা, শ্রমিকের নূন্যতম মজুরি ২৬ হাজার টাকা ঘোষণা করা, প্রকল্প কর্মীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি ও ন্যুনতম মজুরি প্রদান, চা শ্রমিকের নূন্যতম মজুরি ৬৬১টাকা ঘোষণা করা, বৃহত কর্পোরেটদের কাছ থেকে উপযুক্ত কর আদায়ে করে জন কল্যাণে ব্যায় করা, সভা সমিতি ও সামাজিক অনুষ্ঠান থেকে কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার করা ইত্যাদি। সভার শেষে এক বিশাল মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে জেলাশাসকের দফতরের সামনে উপস্থিত হয়। সেখানে বিক্ষোভ চলাকালীন সহকারী জেলা আয়ুক্ত উপস্থিত হয়ে স্মারকপত্র গ্রহন করেন।
আজকের বিক্ষোভে বক্তব্য রাখেন করিমগঞ্জের পরিমল চক্রবর্তী, কালীপদ নাথ, হাইলাকান্দি কুমুদ দাস, শিলচরের বিভিন্ন সংগঠনের পক্ষে মাধব ঘোষ, শ্যামদেও কুর্মী , সুপ্রিয় ভট্টাচার্য, অসীম নাথ, রাজেন্দ্র দাস, ধীরঞ্জন ভট্টাচার্য, ধর্মেনদ্র দাস, রেজামনদ আলি বড়ভূইয়া, সমীরণ আচার্য প্রমুখ।