নিউ ভকতপুরে গণ স্বাক্ষর সংগ্রহ অভিযান

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : শিলচরের নিউ ভকতপুর গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহার করা, লোডশেডিং বন্ধ করা, বর্দ্ধিত মাশুল প্রত্যাহার করার দাবিতে গণ স্বাক্ষর সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার এই কর্মসূচিতে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন’র অন্যতম কার্যকরী সদস্য রাজেশ কুমার সিংহ, সুব্রত চন্দ্র নাথ, চাম্পালাল দাস, দিলীপ নাথ, কমল চক্রবর্তী, অঞ্জন কুমার চন্দ, খাদেজা বেগম লস্কর প্রমুখ এবং স্থানীয় বাসিন্দা যথাক্রমে কুলেন্দ্র সিনহা, প্রভাত সিনহা, কমলাকান্ত সিনহা, গোপাল দাস প্রমুখ স্বাক্ষর সংগ্রহ অভিযানে এগিয়ে আসেন। জনগণের অভিযোগ তাদের সাথে আলোচনা না করে বিদ্যুতের মিটার পরিবর্তন করে স্মার্ট মিটার প্রতিস্থাপন করা হয়। এই মিটার প্রতিস্থাপনের পর থেকে গ্ৰাহকদের বিল লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে স্মার্ট মিটার প্রতিস্থাপন করার কোনো যুক্তি নেই। জনগণ স্মার্ট মিটার ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহারের জোরালো দাবি উত্থাপন করেন। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয়েছে যে কাছাড় জেলাতে প্রায় ত্রিশহাজার লোক স্বাক্ষর প্রদান করেছেন এবং দিন দিন সংখ্যা বেড়ে চলেছে। তারা বলেন সরকার জনসাধারণের মতামতকে গুরুত্ব দিয়ে অবিলম্বে এই জনবিরোধী স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহার করে নেওয়া প্রয়োজন।

Author

Spread the News