কাজকর্ম নিয়ে ব্যাপক অসন্তোষ রুকনি জিপিতে, পিএমএওয়াই থেকে বঞ্চিত প্রকৃত সুবিধাপ্রাপ্তরা

বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে ব্যাপক অসন্তোষ্টী প্রকাশ করলেন পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন রুকনি গ্রাম পঞ্চায়েত এলাকার জনসাধারণ। পিএমওওয়াই থেকে প্রকৃত সুবিধাপ্রাপ্তরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেন তারা। মঙ্গলবার জিপির রুকনি চা বাগান নাচঘরে অনুষ্ঠিত এক সভায় জিপি সভাপতি রাজীব সিনহা সহ পঞ্চায়েত বডির কাজকর্ম নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত নাগরিকরা।

এদিন সভা শেষে সংবাদ মাধ্যমে সঙ্গে কথা বলতে গিয়ে জিপির নাগরিক শিবদুলাল পাণ্ডে, সঞ্জীবন কালিন্দী, জগদীশ দুষাদ, যঞ্জ মাল সহ অনেকে জিপির গ্রামোন্নয়নের কাজ নিয়ে পঞ্চায়েত সভাপতি ও পঞ্চায়েত বডির উপর অসন্তোষ প্রকাশ করেন। তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার আবাস প্লাস প্রকল্প থেকে প্রকৃত সুবিধাপ্রাপ্তরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন। এছাড়া অরুণোদয় প্রকল্প প্রকৃত সুবিধা প্রাপকরা পাননি বলে অভিযোগ। 

এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে রুকনি জিপির এপি সদস্য দীনেশ রবিদাস বলেন, জিপির কোন কাজে ও গ্রামসভায় এপি সদস্য হিসেবে তাকে ডাকা হয় না। তাই এনিয়ে তিনি কিছু বলতে পারবেন না। তবে পিএমএওয়াই (আবাস প্লাস) থেকে কিছু প্রকৃত সুবিধাপ্রাপ্তদের নাম বাদ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News