রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : ইসলামাবাদ বড়বাড়ি জামে মসজিদে মসজিদ সমন্বয় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ মাদকবিরোধী সচেতনতা সভা। রবিবার সকাল ১০টায় সমিতির সভাপতি জালাল আহমদ মজুমদারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় সমাজে মাদকের অবাধ বিস্তার, উদ্বেগজনক হারে বেড়ে চলা মাদকাসক্তি এবং এর ফলে সৃষ্ট সামাজিক অবক্ষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সভায় দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন মসজিদ সমন্বয় সমিতির সম্পাদক তথা সোনাই মাধব চন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক মানুষের চিন্তাশক্তি নষ্ট করে, শরীর ও মনকে ধীরে ধীরে দুর্বল করে দেয় এবং একজন মানুষকে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তিনি আরও বলেন, মাদকাসক্তির কারণে সমাজে চুরি, ছিনতাই, হিংসা, পারিবারিক অশান্তি ও নৈতিক অবক্ষয় দ্রুত বাড়ছে, যা একটি সুস্থ ও সংগঠিত সমাজ গঠনের পথে বড় বাধা। যে বস্তু মানুষের ক্ষতি করে, তা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জালাল আহমদ মজুমদার বলেন, মাদক সব সমস্যার মূল উৎস। মাদক গ্রহণের মাধ্যমে যে সাময়িক স্বস্তি অনুভূত হয়, তা আসলে ধ্বংসের প্রথম ধাপ। একজন মাদকাসক্ত যুবক কেবল নিজের ভবিষ্যৎই নষ্ট করে না, সে তার পরিবারকে অসহায় করে তোলে এবং সমাজের জন্যও হুমকি হয়ে দাঁড়ায়।
তিনি বলেন, “যে সমাজ মাদককে প্রশ্রয় দেয়, সেই সমাজ একদিন নিজের অস্তিত্ব হারায়।” তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে চলবে না প্রতিটি পরিবার, প্রতিটি জাতি, প্রতিটি ধর্ম , প্রতিটি সমাজ ও সামাজিক প্রতিষ্ঠানকে একযোগে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের সামাজিকভাবে বয়কট করার পাশাপাশি মাদকাসক্তদের সংশোধনের পথে ফিরিয়ে আনার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন সহ-সম্পাদক আলতাফ হোসেন লস্কর, আইএমএ-এর প্রতিনিধি আলতাফ হোসেন লস্কর, বিশিষ্ট আলেম মওলানা ফখর উদ্দিন বড়ভূইয়া, ইসলামাবাদ বড়বাড়ি জামে মসজিদ পরিচালন সমিতির সভাপতি সাজান আহমদ মজুমদার, হায়দার হোসেন মজুমদার, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দক্ষিণ ধলাই এলাকার অন্তর্গত ৭২টি মসজিদের প্রতিনিধিরাও সভায় উপস্থিত থেকে তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

সভায় সর্বসম্মতিক্রমে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের সামাজিক বয়কট, পাচারের সঙ্গে যুক্তদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া, মাদকাসক্তদের সংশোধন ও সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ, প্রতি মাসে নিয়মিত মাদকবিরোধী সচেতনতা সভা আয়োজন এবং সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলা। সভা শেষে উপস্থিত সবাই “মাদককে না বলি” এই অঙ্গীকারে শপথ গ্রহণ করেন। এদিনের সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসের তৃতীয় রবিবার লোকনাথপুরে মসজিদ সমন্বয় সমিতির পরবর্তী মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হবে।


