জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : অসম আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে বুধবার হাইলাকান্দিতেও শহিদ দিবস পালন করা হয়। এই উপলক্ষে জেলা কমিশনারের সভাকক্ষে প্রবীণ নাগরিক এবং আধিকারিক ও কর্মচারীদের এক সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার অভিষেক জৈন-এর পৌরোহিত্যে সভায় বিভিন্ন বক্তা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। অনুষ্ঠানে শহিদদের শ্রদ্ধা জানাতে রাজ্য সরকারের নির্ধারিত সঙ্গীতটিও পরিবেশন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে সঙ্গীত পরিবেশন কারী শিল্পীদের সংবর্ধনা জানানো হয়। এছাড়া অস্থায়ী শহিদ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পনের নেতৃত্ব দেন জেলা কমিশনার অভিষেক জৈন।
উদ্দেশ্য ব্যাখ্যা করেন এডিসি দীপমালা গোয়ালা। ধন্যবাদ জ্ঞাপন করেন এসিস্ট্যান্ট কমিশনার প্রসেনজিৎ দে। এতে গুয়াহাটির শহিদ স্মারক ক্ষেত্র থেকে রাজ্য স্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করে দেখানো হয়। সমগ্র শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী শংকর চৌধুরী।


