বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : বিরাঙ্গনা শহিদ কনকলতা বরুয়ার ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলচর শহরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। শহিদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি, কাছাড়ের উদ্যোগে সোমবার শিলচরের মধ্যসহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে বিকেল ৫টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচনসহ বিভিন্ন কার্যসূচি।
সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্মরণিকা উন্মোচন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য। তিনি বক্তব্যে বর্তমান সময়ে বীরবালা শহিদ কনকলতা বরুয়াসহ সমস্ত মনীষীদের জীবনসংগ্রামের ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতার ওপর আলোকপাত করেন এবং নবপ্রজন্মকে বিপ্লবীদের জীবনসংগ্রাম গভীরভাবে অধ্যয়নের আহ্বান জানান।
আলোচনা সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সমিতির সম্পাদক দুলালী গাঙ্গুলি। এছাড়াও বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশিষ্ট ব্যক্তিত্ব নীহাররঞ্জন পাল, হরিদাস দত্ত, দীপঙ্কর চন্দ, সুব্রতচন্দ্র নাথ, সমিতির সহসভাপতি অধ্যাপক স্মৃতি পাল এবং আমন্ত্রিত বক্তা শোণিতপুর জেলার শহিদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতির সহ-সভাপতি অজয় আচার্য।
বক্তারা ভারতীয় নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বীর শহিদদের জীবনসংগ্রাম থেকে শিক্ষা নিয়ে তাঁদের স্বপ্নের দেশ গড়ে তোলার লক্ষ্যে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণের আহ্বান জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সঙ্গীত শিল্পী গৌতম নন্দীর পরিচালনায় সমবেত উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। অনুষ্ঠানে কবি মাসরুর আলমের আবৃত্তি এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রশান্ত সিনহার সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


