হিন্দুদের উপর নির্যাতন : বাজারিছড়ায় পদযাত্রা ও সভা
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অনাকাঙ্খিত ভাবে চলা নির্যাতন বন্ধ করা সহ সুরক্ষা প্রদানের দাবিতে গণ প্রতিবাদ কার্যসূচী অনুষ্ঠিত হয় বাজারিছড়াতে। শনিবার রাত আটটায় স্থানীয় এলাকার সনাতনী হিন্দু সমাজের পক্ষে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রায় তিন শতাধিক জনগণের উপস্থিতিতে বাজারিছড়ার কালাছড়া শহিদ বেদী প্রাঙ্গণ থেকে এক পদযাত্রা শুরু হয়। হাতে হাতে প্লেকার্ড ও স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে গোটা রাজপথ পরিক্রমা করেন প্রতিবাদীরা। পরে বাজারিছড়া থানা সংলগ্ন তেমাথা থেকে ফিরে এসে বাজারিছড়া বাজারের প্রাণকেন্দ্র মাকুন্দা রোডের সামনে পৌঁছে সমাপ্ত হয় পদযাত্রা। সেখানে বক্তব্য রাখেন মণিষভূষণ পাল ও যুবসমাজের পক্ষে জয় পাল।
তাঁরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশের হিন্দু সমাজ রক্ষার্থে সদর্থক ভূমিকা গ্ৰহণের অনুরোধ জানান বক্তারা। এতে উপস্থিত ছিলেন বাজারিছড়ার সমাজকৰ্মী অমিতাভ দে, স্বপন দাস, সুচরিত পাল, জিপির প্রাক্তন সহসভাপতি রজত নাগ, প্রাক্তন শিক্ষক সন্দীপ কর পুরকায়স্ত প্রমুখ।