মেক্সিকো সিটি শক্তিশালী ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি

৩ জানুয়ারি : জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো সিটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫। কম্পনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মেক্সিকোর রাজধানী এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলের একটি পর্যটন কেন্দ্রে। ক্ষতিগ্রস্ত ৫০-এর বেশি বাড়ি। কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে ভূমিকম্পের কেন্দ্রস্থলে থাকা ছোট একটি শহরে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের (US Geological Survey) দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল আটটা নাগাদ মেক্সিকোর প্রধান বন্দর এবং বিচ রিসর্ট আকাপুলকোর কাছে ভূমিকম্পটি হয়। এর উত্তরে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দূরে মেক্সিকো সিটিতেও অনুভূত হয় কম্পন। আতঙ্কে বাসিন্দারা বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। মেক্সিকোর ন্যাশনাল ভূমিকম্প সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গুয়েরেরো রাজ্যের সান মার্কোস শহর থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *