বন্যাক্রান্ত বহু পরিবার পঞ্চপান্ডব ক্লাবের গৃহে আশ্রয়, খোঁজ কৌশিকের
কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৯ মে : বরাক, জিরি, চিরি নদী ফুঁসছে। বরাক উজানেও জল বাড়ছে তীব্র গতিতে। বুধবার দিনে বৃষ্টি না হলেও সন্ধ্যার সময় থেকে বৃষ্টি ঝরছে বলে জানা যায়। সর্বত্র বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বরাক উপত্যকার সঙ্গে বহিরাজ্যের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়তেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি শুরু হয়েছে গ্রাম কাছাড়ে। বুধবার সর্বত্র দোকানপাটে কেনাকাটার ধুম লেগেছে। যেকোন উৎসবের সময় যে হারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করেন মানুষ, সেই হারে ভিড় লক্ষ্য করা যায় দোকানে দোকানে।অতিরিক্ত মূল্য দিয়েই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার প্রতিযোগিতা শুরু হয়েছে। যে যেভাবে পারছেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়েছেন।
এরমধ্যে আজ জিরি নদীর জলে প্লাবিত হয়েছে জিরিঘাট থানা এলাকার দিঘলি বাহাদুর গ্রাম। দিঘলি গ্রামের ১১০৩ নম্বর এলপি স্কুল পর্যন্ত জলের তলায়। দিঘলির ৩৬ টি পরিবার আশ্রয় নিয়েছেন স্থানীয় পঞ্চপান্ডব ক্লাবের গৃহে। তাদের ঘরবাড়ি জিরি নদীর জলে প্লাবিত হয়েছে বলে জানা যায়।
বুধবার বিকেলে পঞ্চপান্ডব ক্লাবের আশ্রয় শিবিরে গিয়ে আশ্রিতদের খোঁজখবর নেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়। তিনি লক্ষীপুরের সার্কল অফিসারের সঙ্গে কথা বলে আশ্রিতদের ত্রাণ সামগ্রী পৌছে দিতে নির্দেশ দেন।