খুলল মণিপুরের শিক্ষা প্রতিষ্ঠান

খুলল মণিপুরের শিক্ষা প্রতিষ্ঠান

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : গত কয়েকদিনের তুলনায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে খুলতে চলেছে মণিপুরের শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় থেকে স্কুল সবই খুলে যাচ্ছে বলে জানা গেছে। ডিরেক্টর অব স্কুলস এল নন্দকুমার সিং ও হায়ার অ্যান্ড টেকনিকাল এডুকেশনের যুগ্ম সচিব দারিয়াল জুলি আনাল আলাদা আলাদা নির্দেশিকায় জেলা ও জোনাল স্তরের অফিসারদের স্কুল খোলার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নিতে বলেছেন। জানা গেছে, সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং প্রাইভেট স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়কেও খোলার নির্দেশ জারি হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলেই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিরেক্টর অফ স্কুলস এল নন্দকুমার সিং জানিয়েছেন।

এ দিকে, স্কুল-কলেজ খুললেও জিরিবাম সহ ৯ জেলায় আপাতত বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা। ২৯ নভেম্বরের পর এই পরিষেবা স্বাভাবিক হতে পারে বলে মনে করা হচ্ছে।

Author

Spread the News