নাবালিকা প্রেমিকাকে পালিয়ে বিয়ে করে শ্রীঘরে সলগইয়ের যুবক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : প্রেমের টানে বিয়ে করে ‘বাল্যবিবাহ’ আইনে পড়ে শ্রীঘরে ঠাঁই হল বরের। ঘটনাটি পাথারকান্দির বাজা‌রিছড়া থানা অধীন সলগই এলাকার। ছট পূজার দিন হা‌তি‌খিরা দুই নং লাই‌নের এক নাবা‌লিকা প্রেমিকাকে নিয়ে পালিয়েছিলেন স‌ঞ্জিত কাঁওর না‌মের এক যুবক। এমনকি বি‌য়ে ক‌রে নেন ব‌লে সু‌ত্রের খবর। নাবালিকা নিখোঁজে প‌রিবা‌রের লো‌কেরা চরম উৎকন্ঠায় ছি‌লেন। গত সোমবার নাবা‌লিকার সন্ধান মি‌লে স্থানীয় এগা‌রো নং লাই‌নের এক ব‌্যক্তির বা‌ড়ি‌তে।

খবর পেয়ে বাজারিছড়া পু‌লি‌শ মঙ্গলবার নাবা‌লিকা নববধূ সহ বর‌কে আটক ক‌রে। এবং বৃহস্পতিবার পুলিশ জেলা আদাল‌তে সোপর্দ করলে প্রেমিক তথা বর সঞ্জিতের ঠাঁই হয় জেল হাজতে। আদালত নাবা‌লিকার বয়ান রেকর্ড সহ মে‌ডি‌ক্যাল চেকআ‌পের পর বা‌পের হা‌তে সম‌ঝে দেয়। এমন ঘটনায় ব‌্যাপক চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি এলাকায়।

নাবালিকা প্রেমিকাকে পালিয়ে বিয়ে করে শ্রীঘরে সলগইয়ের যুবক

Author

Spread the News