উধারবন্দে আবুধাবির হিন্দু মন্দিরের আদলে মণ্ডপ, উদ্বোধন শনিবার
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : ১১০ ফুট উঁচু ও ৮০ ফুট প্রস্থে কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গা পুজোর মণ্ডপ ও প্রতিমার কাজ প্রায় সম্পূর্ণ। মণ্ডপ ও প্রতিমার উদ্বোধন হবে আগামী আগামী ৫ অক্টোবর শনিবার তৃতিয়া তিথিতে। চলবে ১২ অক্টোবর শনিবার পর্যন্ত। মণ্ডপ ও প্রতিমা উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী গণধিশানন্দজি মহারাজ। সঙ্গে থাকবেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং।
কমিটির সভাপতি সত্যজিৎ চৌধুরী বলেন, পুজোর প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের জন্য একটি ‘ফ্রি’ লাইন বা পথ থাকবে। এই পথে প্রবেশের জন্য কোনও টাকা বা কুপন লাগবে না। আরও বলেন, ক্রিস্টাল পাথর দিয়ে মণ্ডপের ভেতরে কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছে অন্যান্য সাজসজ্জা। আবুধাবির হিন্দু মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা। বলেন, দশমী পর্যন্ত মণ্ডপ খোলা রাখবেন। পুজোর প্রতিদিন দুপুরে প্রসাদ বিতরণ করা হবে।
বুধবার কমিটির কর্মকর্তারা এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনও করেন। এতে উপস্থিত ছিলেন পুজা কমিটির উপদেষ্টা শঙ্কর রায়, সভাপতি সত্যজিৎ চৌধুরী, সুজিত সী, রাখালচন্দ্র রাভা, শুভ্রেন্দু চৌধুরী, ধ্রুব নাগ, অমল ভট্টাচার্য, টুটু দাস, গোপাল দাস, সাজন রায় প্রমুখ।